Ogo Swapnaswarupini - Subinoy Roy

Ogo Swapnaswarupini

Subinoy Roy

00:00

03:03

Similar recommendations

Lyric

ওগো স্বপ্নস্বরূপিণী

তব অভিসারের পথে পথে

স্মৃতির দীপ জ্বালা

ওগো স্বপ্নস্বরূপিণী

সেদিনেরই মাধবীবনে

আজও তেমনি ফুল ফুটেছে

তেমনি গন্ধ ঢালা

ওগো স্বপ্নস্বরূপিণী

আজি তন্দ্রাবিহীন রাতে

ঝিল্লিঝঙ্কারে স্পন্দিত পবনে

তব অঞ্চলের কম্পন সঞ্চারে

তন্দ্রাবিহীন রাতে

আজি পরজে বাজে বাঁশি

যেন হৃদয়ে বহুদূরে

আবেশবিহ্বল সুরে

বিকচ মল্লিমাল্যে তোমারে স্মরিয়া

রেখেছি ভরিয়া ডালা

ওগো স্বপ্নস্বরূপিণী

- It's already the end -